আট বছর আগের কথা, রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত হস্তশিল্পের মেলা চলছে। মাত্র ১ হাজার টাকা পুুঁজির কয়েকটি জিনিস নিয়ে মেয়েটি শুরু করে অন্যরকম এক সংগ্রাম। তার নাম আফসানা রশিদ লাবণী। আট বছর সংগ্রাম করে কুষ্টিয়া জেলার পক্ষাঘাতগ্রস্ত লাবণী প্রতিষ্ঠা করেছে কুষ্টিয়া হস্তশিল্প নামে হস্তশিল্পের একটি কারখানা। কাজের স্বীকৃতিস্বরূপ লাবণী জাতিয় মহিলা সংস্থা কর্তৃক নারী উদ্যোক্তা পদক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২০১১ ও ১২ সালে নারী উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়। সে সারা দেশে এখন পাইকারী মাল সরবরাহ করে ।
আফসানা রশিদ লাবণী
০১৭২৮৮৪৮২১২
আফসানা রশিদ লাবণী
০১৭২৮৮৪৮২১২
No comments:
Post a Comment